ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুতের পাঁচটি গ্রিড সাবস্টেশনে ৩৩ কেভি ক্যাপাসিটর ব্যাংক স্থাপন করছে পিজিসিবি। এ কাজের জন্য সোমবার (৮ ফেব্রুয়ারি ২০২১খ্রি:) পিজিসিবি‘র প্রধান কার্যালয়ে ‘রিভেরি পাওয়ার এবং এসপিটিডিই’ যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
চুক্তি অনুযায়ী আগামী এক বছরের মধ্যে কাজগুলো শেষ করবে যৌথ উদ্যোগ প্রতিষ্ঠান। এ কাজের চুক্তিমূল্য ১৭ কোটি টাকা (প্রায়)।
অনুষ্ঠানে পিজিসিবি‘র পক্ষে কোম্পানি সচিব (অতি.দা.) মো: জাহাঙ্গীর আজাদ এবং যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানের পক্ষে রিভেরি পাওয়ার-এর ভাইস চেয়ারম্যান মো: আরিফুল হক চুক্তিপত্রে স্বাক্ষর করেন। উভয়পক্ষে উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।