Wellcome to National Portal
  • banner-5
  • banner_tower_1
  • Aminbazar 230KV grid2
  • banner-maintenance
  • banner-tower-with-sunset (1)
  • transformer
  • substation2
  • tl
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ সেপ্টেম্বর ২০১৯

পিজিসিবি এর উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া


প্রকাশন তারিখ : 2019-08-20

15-August-2019-Dua_mahfilপাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) এর উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট ২০১৯) কোম্পানীর ঢাকাস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী। নির্বাহী পরিচালক (এইচআরএম) মোহাম্মদ শাফায়েত হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মহাব্যবস্থাপক (পিএণ্ডএ) মোঃ বেলায়েত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাহী পরিচালক (ওএণ্ডএম) প্রণব কুমার রায়, নির্বাহী পরিচালক (অর্থ) খোন্দকার মোঃ আবদুল হাই, পানি বিদ্যুৎ প্রকৌশলী সমিতি, পিজিসিবি শাখা’র প্রতিনিধি সুকণ্ঠ লাল নাগ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, পিজিসিবি শাখা’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল কবীর, পিজিসিবি ডিপ্রকৌস সভাপতি মোঃ রেহান মিয়া এবং পিজিসিবি শ্রমিক কর্মচারি লীগ (সিবিএ) সভাপতি মোঃ আবদুল হাই। সভায় আলোচকরা বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করে দেশমাতৃকার সমৃদ্ধি ও উন্নয়নে আত্মনিয়োগ করতে পিজিসিবি’র কর্মকর্তা-কর্মচারিদের তাগিদ দেন। তারা বলেন, পিজিসিবি’র কর্মী হিসেবে দেশের বিদ্যুৎ খাতে অবদান রাখার সুযোগ রয়েছে। যার যার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমেই বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত সম্মান দেখানো হবে।