ঢাকার পার্শ্ববর্তী স্থানগুলোতে বিদ্যুতের ওভারহেড হাইভোল্টেজ সঞ্চালন লাইনসমূহ প্রয়োজন অনুযায়ী বিকল্প ব্যবস্থাপনা (রি-এরেঞ্জ) করার নিমিত্ত একটি বড় কর্মোদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি)। গৃহীত প্রকল্পের আওতায় ওভারহেড গ্রিড লাইনগুলো কেস-টু-কেস ভিত্তিতে আন্ডারগ্রাউন্ড করা, রুট পরিবর্তন, টাওয়ারের উচ্চতা পরিবর্তন, টাওয়ারের ধরণ পরিবর্তন ইত্যাদি কাজ করে পুনঃব্যবস্থাপনা করা হবে।
এ কাজের ফিজিবিলিটি স্ট্যাডি পরিচালনার জন্য সার্বিয়ার প্রতিষ্ঠান Energoprojekt Entel PLC (EPE) এবং দেশীয় প্রতিষ্ঠান BCL Associates Ltd. (BCL) এর সমন্বয়ে গঠিত যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানকে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে (EPE-BCL JV)।
০৭ ডিসেম্বর ২০২১খ্রিঃ, মঙ্গলবার পিজিসিবি প্রধান কার্যালয়ে ইপিই-বিসিএল জেভি এবং পিজিসিবি’র মধ্যে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি মোতাবেক আগামী এক বছরের মধ্যে বর্ণিত ফিজিবিলিটি স্ট্যাডি পরিচালনা করে পিজিসিবি’র নিকট প্রতিবেদন দিবে ইপিই-বিসিএল জেভি। এ কাজের চুক্তিমূল্য ১০.১৪ কোটি টাকা (প্রায়)। পিজিসিবি এই অর্থায়ন করছে।
ঢাকার দক্ষিণাংশে- কেরাণীগঞ্জ, নারায়ণগঞ্জ, মদনগঞ্জ; ঢাকার উত্তরাংশে সাভার, গাজীপুর, ধামরাই; ঢাকার পশ্চিমাংশে আমিনবাজার এবং ঢাকার পূর্বাংশে ভুলতা এলাকায় এই ফিজিবিলিটি স্ট্যাডি চলবে। প্রাপ্তব্য সুপারিশ মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিজিসিবি’র পক্ষে কোম্পানি সচিব (অতিঃ দাঃ) মোঃ জাহাঙ্গীর আজাদ এবং ইপিই-বিসিএল জেভি’র পক্ষে ভ্লাদিমিরি স্টেফানোভিচ (Vadimir Stefanovic) চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পিজিসিবি’র নির্বাহী পরিচালক (ওএন্ডএম) মোঃ মাসুম আলম বকসী, প্রধান প্রকৌশলী (প্রকল্প মনিটরিং) এ.কে.এম গাউছ মহীউদ্দিন আহমেদ সহ উভয়পক্ষে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।