নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে গত ১৯ জুন ২০২২খ্রিঃ পিজিসিবি'র প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকষ দল পিজিসিবি'র কর্মীদের আগুন নেভানোর কৌশলাদি হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
জরুরি সময়ে ফায়ার এলার্ম বেজে উঠা, সুউচ্চ ভবন থেকে জরুরি বহির্গমন পথ নির্দেশ, জরুরি বহির্গমন পথ ব্যবহার, ফায়ার এক্সটিংগুইসার যন্ত্র পরিচালনা, বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর সহজ কৌশল ইত্যাদি বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়েছে। এছাড়াও ভবনের অভ্যন্তরে হঠাৎ আগুন লেগে গেলে একের পর এক করণীয় কাজগুলো সম্পর্কে ধারণা প্রদান এবং কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে পরিত্রাণের উপায় সম্পর্কে পরামর্শমূলক বক্তব্য প্রদান করা হয়।