বিদ্যুৎ বিভাগের উদ্যোগে বৈদ্যুতিক কর্ম পেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ এর তত্ত্বাবধানে ইলেকট্রিশিয়ান ট্রেড কোর্সের প্রথম ব্যাচের ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে ধারাবাহিক ইলেকট্রিশিয়ান ট্রেড কোর্সে ৪৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হলো। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পিজিসিবি স্বল্প শিক্ষিত বেকার যুবকদের কর্মদক্ষতা বাড়াতে এ কার্যক্রম বাস্তবায়ন করছে। রোববার (৮ সেপ্টেম্বর ২০১৯) পিজিসিবি’র প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ রুমে ব্রিফিং সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিজিসিবি’র নির্বাহী পরিচালক (এইচআরএম) মোহাম্মদ শাফায়েত হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক (পিন্ডএ) মোঃ বেলায়েত হোসেন, উপ-মহাব্যবস্থাপক (এইচআরএম) রূপক মোঃ নাসরুল্লাহ জায়েদী, ব্যবস্থাপক (প্রশিক্ষণ) রায়হান মাহমুদ, পিজিসিবি ডিপ্রকৌস’র সভাপতি মোঃ রেহান মিয়া, সিবিএ’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।