দেশের বিভিন্ন স্থানে মোট ১৭৬.৫ কিলোমিটার নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে ভারতীয় প্রতিষ্ঠান লারসেন এন্ড টুব্রো (এলএন্ডটি) এর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি)। বিগত ৯ মে ২০২১খ্রিঃ পিজিসিবি’র প্রধান কার্যালয়ে উভয়পক্ষের মধ্যে টার্নকি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে পিজিসিবি’র পক্ষে কোম্পানি সচিব (অতিঃ দাঃ) মোঃ জাহাঙ্গীর আজাদ এবং এলএন্ডটি’র পক্ষে কান্ট্রি হেড সুব্রত দত্ত গুপ্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ কাজের চুক্তি মূল্য ৫০৯ কোটি টাকা প্রায়। উন্নয়ন সহযোগি সংস্থা এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে এ কাজে অর্থায়ন করছে। চুক্তি মোতাবেক আগামী ৩৬ মাসের মধ্যে নির্মাণকাজ শেষে লাইনসমূহ পিজিসিবি’র কাছে হস্তান্তর করবে এলএন্ডটি।
নব নির্মিতব্য বড় বিদ্যুৎ সঞ্চালন লাইনগুলো হচ্ছে- সাতক্ষীরা-রূপসা ২৩০ কেভি, সাতক্ষীরা-মনিরামপুর ১৩২ কেভি, কালিগঞ্জ-মহেশপুর ১৩২ কেভি এবং কুষ্টিয়া-মেহেরপুর ১৩২ কেভি সঞ্চালন লাইন। পাশাপাশি কয়েকটি ‘লাইন-ইন-লাইন-আউট’ কাজ করা হবে। নতুন সঞ্চালন লাইনগুলোর দৈর্ঘ্য সম্মিলিতভাবে ১৭৬.৫ কিলোমিটার।
পিজিসিবি’র গৃহীত ‘ঢাকা এন্ড ওয়েস্টার্ন জোন ট্রান্সমিশন গ্রিড এক্সপানসন প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় কাজগুলো করা হচ্ছে। চুক্তি স্বাক্ষরপর্বে উভয়পক্ষে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।