দেশের বিভিন্ন স্থানে নতুন চারটি গ্রিড সাবস্টেশন নির্মাণ এবং বিদ্যমান চারটি গ্রিড সাবস্টেশন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি)। এ কাজের জন্য সোমবার (৮ জুন ২০২০ খ্রিঃ) চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট এন্ড এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) এর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সই করা হয়েছে।
নতুন ২৩০/১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন গ্রিড সাবস্টেশনগুলো- ফেনী, বিরুলিয়া (সাভার), নওগাঁ এবং পূর্বসাদিপুর (দিনাজপুর)- এ নির্মাণ করা হবে। এছাড়াও বিদ্যমান ভুলতা (নারায়ণগঞ্জ) ৪০০/২৩০ কেভি, বগুড়া ২৩০/১৩২ কেভি, বড়পুকুরিয়া ২৩০/১৩২ কেভি এবং নিয়ামতপুর (নওগাঁ) ১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশনসমূহে প্রয়োজনীয় সম্প্রসারণ কাজ করা হবে।
পিজিসিবি’র কোম্পানি সচিব (অতিঃ দায়িত্ব) মোঃ জাহাঙ্গীর আজাদ এবং সিএনটিআইসি’র প্রজেক্ট ম্যানেজার পেই রৌনান (Pei Ruonan) নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, আগামী ৩০ মাসের মধ্যে সকল কাজ শেষ করে গ্রিড সাবস্টেশনগুলো পিজিসিবি’র কাছে হস্তান্তর করবে সিএনটিআইসি। এতে ব্যয় হবে ৫৯৭.৫৫ কোটি টাকা (প্রায়)। উন্নয়ন সহযোগি সংস্থা কেএফডব্লিও, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে একাজে অর্থায়ন করছে।
পিজিসিবি’র গৃহীত এনার্জি ইফিসিয়েন্সি ইন গ্রিড বেইজড পাওয়ার সাপ্লাই প্রজেক্ট’র আওতায় এই গ্রিড সাবস্টেশনগুলো নির্মাণ ও সম্প্রসারণ করা হচ্ছে।
করোনা ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে সামাজিক দুরত্বের নিয়মাবলী এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে পিজিসিবি’র প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরপর্ব অনুষ্ঠিত হয়। পিজিসিবি’র নির্বাহী পরিচালক (ওএন্ডএম) মোঃ মাসুম আলম বকসী, প্রধান প্রকৌশলী (পিএন্ডডি) আবদুর রশিদ খান, প্রকল্প পরিচালক মোঃ শফিউল্লাহ, সিএনটিআইসি’র সাইট ম্যানেজার ঝ্যাং কুন (Zhang Kun) এ সময় উপস্থিত ছিলেন।