Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মার্চ ২০২০

পিজিসিবি-তে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী’র আয়োজন


প্রকাশন তারিখ : 2020-03-17

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনে অদ্য ১৭ মার্চ ২০২০ খ্রিঃ, মঙ্গলবার, সকালে পিজিসিবি’র প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা ও মুজিব বর্ষের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু করা হয়েছে। সকালে পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া উর্ধতন কর্মকর্তাদের নিয়ে পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে প্রধান কার্যালয়ের সভাকক্ষে পদস্থ কর্মকর্তাদের নিয়ে ক্ষুদ্র পরিসরে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মুজিব শতবর্ষের উদযাপনের অংশ হিসেবে পিজিসিবি চত্বরে প্রধান কার্যালয় ও এনএলডিসি ভবন আলোকসজ্জা করা হয়েছে। স্থাপন করা হয়েছে মুজিব কর্ণার। মুজিব শতবর্ষের আলোচনাপর্বে চলমান করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে আলোকপাত ও প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশনা ব্যবস্থাপনা পরিচালক । বর্তমান পরিস্থিতিতে যেহেতু জনস্বার্থে বৃহত্তর পরিসরে জনসমাগম না করার নির্দেশনা রয়েছে সেজন্য উর্ধতন কর্মকর্তাগণকে সারাদেশে নিজ নিজ অধীনস্ত অফিসসমূহে কর্মরতদের ব্যক্তিগত ও দাপ্তরিক পরিচ্ছন্নতা বজায় রাখতে নির্দেশনা প্রদানের তাগিদ দেওয়া হয়েছে।