পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) ‘শুদ্ধাচার দিবস ২০২১-২০২২’ পালন করেছে। বুধবার (২৯ জুন ২০২২খ্রিঃ) সংস্থার প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম কিবরিয়া। সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক (এইচআরএম) (অতিঃ দায়িত্ব) জনাব মোঃ মাসুম আলম বকসী। অনুষ্ঠানে ২০২১-২০২২ অর্থবছরের জন্য কোম্পানির চারজন কর্মীকে ‘শুদ্ধাচার পুরষ্কার ও সম্মাননা সনদ’ প্রদান করা হয়েছে। পুরষ্কারপ্রাপ্তরা হলেন- জনাব জেসমিন সুলতানা, সহকারি ব্যবস্থাপক-প্রশিক্ষণ বাস্তবায়ন, জনাব মোঃ সিরাজুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী, জিএমডি-কালিয়াকৈর, জনাব মোঃ আহাদুর রহমান, প্রশাসনিক সহকারি, জিএমডি, ঢাকা-সেন্ট্রাল এবং জনাব মোঃ জাহিদ শেখ, গাড়িচালক, জিএমডি, ফরিদপুর।
ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম কিবরিয়া পুরষ্কারপ্রাপ্ত চারজন কর্মীর হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন। তিনি বলেন, এই কর্মীরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন বিধায় পুরষ্কৃত হয়েছেন। এই স্বীকৃতির ফলে আমাদের অন্য কর্মীরাও নিশ্চিতভাবে উদ্বুদ্ধ হবেন। ভালোভাবে কাজ করলে আগামী দিনগুলোতে প্রত্যেকেরই পুরষ্কৃত হওয়ার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, শুদ্ধাচার পুরষ্কারপ্রাপ্ত কর্মীগণ ক্রেস্ট, সম্মাননা সনদের পাশাপাশি এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।