পিজিসিবি’র এনার্জি এফিসিয়েন্সি ইন গ্রীড বেইজড পাওয়ার সাপ্লাই প্রকল্পের আওতায় কোম্পানীর পরিবেশ অনুশাখা এবং হিসাব শাখার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশ শাখা-কে শক্তিশালীকরণ (Accompanying Measure) কাজের জন্য পিজিসিবি এবং পিডব্লিউসি-ইন্ডিয়া, পিডব্লিউসি-বাংলাদেশ এবং টেকভি এনার্জি লিঃ এর সমন্বয়ে গঠিক কনসোর্টিয়ামের সঙ্গে ১৭ নভেম্বর ২০১৯খ্রিঃ দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ২৪ মাসের মধ্যে কাজটি শেষ করা হবে। এতে ব্যয় হবে ২২ কোটি টাকা (প্রায়)। পিজিসিবি’র পক্ষে কোম্পানী সচিব (অতিঃ দায়িত্ব) মোঃ জাহাঙ্গীর আজাদ এবং কনসোর্টিয়ামের পক্ষে পিডব্লিউসি-ইন্ডিয়া’র পার্টনার ইয়াসির আহমদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া সহ উভয়পক্ষের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।