Wellcome to National Portal
  • banner-5
  • banner_tower_1
  • Aminbazar 230KV grid2
  • banner-maintenance
  • banner-tower-with-sunset (1)
  • transformer
  • substation2
  • tl
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ এপ্রিল ২০২১

মহান স্বাধীনতা দিবসে পিজিসিবি’র দিনব্যাপী কর্মসূচী


প্রকাশন তারিখ : 2021-03-26

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ২৬ মার্চ ২০২১ মহান স্বাধীনতা দিবস পালন করেছে পিজিসিবি। সকালে কোম্পানির প্রধান কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু করা হয়। ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম কিবরিয়া উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে জাতীয় পতাকা ও মহান স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা জানান কর্মকর্তাগণ। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন পদস্থরা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয়, এনএলডিসি ভবন ও চট্টগ্রামস্থ পিজিসিবি ভবনে বর্ণিল আলোকসজ্জা করা হয়। কর্মসূচীর মধ্যে আরো ছিল- কোম্পানির বিভিন্ন দপ্তরের আওতাধীন মসজিদ সমূহে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল।

2021-04-13-12-21-6b827d2d369c95f83e38a7148f5259bb