Wellcome to National Portal
  • banner-5
  • banner_tower_1
  • Aminbazar 230KV grid2
  • banner-maintenance
  • banner-tower-with-sunset (1)
  • transformer
  • substation2
  • tl
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ সেপ্টেম্বর ২০১৯

কবিরপুর-কালিয়াকৈর-টাঙ্গাইল ১৩২ কেভি সঞ্চালন লাইন রি-কন্ডাক্টরিং কাজের জন্য চুক্তি স্বাক্ষর


প্রকাশন তারিখ : 2019-08-05

news_05-08-2019কবিরপুর-কালিয়াকৈর-টাঙ্গাইল ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের রিকণ্ডাক্টরিং (পুরনো তার পরিবর্তন) কাজের জন্য কোরিয়ার প্রতিষ্ঠান হ্যানবেক কোং লিঃ এবং বুকস্যান পাওয়ার কোং লিঃ এর সমন্বয়ে গঠিত যৌথ উদ্যোগের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করেছে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি)।
সোমবার (৫ আগষ্ট ২০১৯খ্রিঃ) কোম্পানীর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পিজিসিবি’র পক্ষে কোম্পানী সচিব (অতিঃ দাঃ) মোঃ জাহাঙ্গীর আজাদ এবং যৌথ উদ্যোগের পক্ষে হ্যানবেক এর ডেপুটি জেনারেল ম্যানেজার গোওন টায়ে মিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক (ওএণ্ডএম) প্রণব কুমার রায়, প্রকল্প পরিচালক মীর মোতাহার হোসেন সহ উভয়পক্ষে উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তিপত্রে বলা হয়, আগামী ১২ মাসের মধ্যে টার্নকী পদ্ধতিতে ৬০ কিলোমিটার দীর্ঘ বিদ্যমান সঞ্চালন লাইনের তার পরিবর্তন করে পিজিসিবি’র কাছে হস্তান্তর করবে যৌথ উদ্যোগ প্রতিষ্ঠান। এ কাজে ব্যয় হবে ৪২ কোটি টাকা (প্রায়)।