Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ August ২০২১

বিভিন্ন গ্রিড উপকেন্দ্রে বে-সম্প্রসারণে পিজিসিবি’র চুক্তি সই


প্রকাশন তারিখ : 2021-08-04

কালিয়াকৈর, আমিনবাজার এবং গোপালগঞ্জ গ্রিড উপকেন্দ্রে ৪০০ কেভি বে-সম্প্রসারণ করা হচ্ছে। এছাড়াও বাঘাবাড়ি এবং ধামরাইয়ে ২৩০ কেভি বে-সম্প্রসারণ করা হচ্ছে। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা শক্তিশালী করতে এ পদক্ষেপ নিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি)। এসব কাজের জন্য গত ২৭ জুলাই ২০২১খ্রিঃ পিজিসিবি’র প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ভারতীয় প্রতিষ্ঠান ‘স্টারলিং এন্ড উইলসন প্রাইভেট লিঃ’ কে টার্নকি ঠিকাদার নিয়োগ করা হয়েছে।

পিজিসিবি’র পক্ষে কোম্পানি সচিব (অতিঃ দাঃ) মোঃ জাহাঙ্গীর আজাদ এবং স্টারলিং এন্ড উইলসন এর পক্ষে সাবস্টেশন শাখার প্রধান মিলিন্দ মাহাদেও ওয়াসেকার চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, আগামী ১৮ মাসের মধ্যে বে-সম্প্রসারণ কাজসমূহ সম্পন্ন করে পিজিসিবিকে বুঝিয়ে দিবে স্টারলিং এন্ড উইলসন। এ কাজে ব্যয় হবে ৯৭ কোটি টাকা (প্রায়)। এক্সিম ব্যাংক অব ইন্ডিয়া, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে এ কাজে অর্থায়ন করছে।

চুক্তি স্বাক্ষরপর্বে পিজিসিবি’র নির্বাহী পরিচালক (পিএন্ডডি) মোঃ ইয়াকুব ইলাহী চৌধুরী সহ উভয়পক্ষে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।