Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ এপ্রিল ২০২১

যথাযোগ্য মর্যাদায় পিজিসিবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন


প্রকাশন তারিখ : 2021-03-17

দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১৭ মার্চ ২০২১ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে পিজিসিবি। কোম্পানির সকল দপ্তর ও স্থাপনায় সকাল ৭.০০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। প্রধান কার্যালয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম কিবরিয়া উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

প্রধান কার্যালয়সহ দপ্তর সমূহের আওতাধীন মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধান কার্যালয়, এনএলডিসি ভবন ও চট্টগ্রামস্থ পিজিসিবি ভবনে আলোকসজ্জা করা হয়েছে। দপ্তরসমূহে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্ বর্ধন কর্মসূচী গ্রহণ করা হয়। চলমান মুজিব বর্ষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যনার ফেস্টুন দ্বারা দপ্তরসমূহ সজ্জিত করা হয়েছে। প্রধান কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডে বঙ্গবন্ধু ও স্বাধীনতা সংক্রান্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বিদ্যুৎ বিভাগ কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়োজিত অনলাইন আলোচনা সভায় অংশ নেন পদস্থ কর্মকর্তারা।

স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে রাজধানীতে বিদ্যুৎ বিভাগের আয়োজনে বিদ্যুৎ ভবনস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পিজিসিবি'র পক্ষে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম কিবরিয়া এবং নির্বাহী পরিচালক (এইচআরএম) শেখ রিয়াজ আহমেদ।