Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ডিসেম্বর ২০২১

চট্টগ্রামের আনোয়ারা থেকে আনন্দবাজার ৪০০ কেভি সঞ্চালন লাইন হচ্ছে


প্রকাশন তারিখ : 2021-12-09

একনেক কর্তৃক অনুমোদিত “চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের অধীনে প্যাকেজ-১ এর আওতায় আনোয়ারা থেকে আনন্দবাজার (নিউমুরিং) পর্যন্ত ৪০০ কেভি ডাবল সার্কিট ওভারহেড সঞ্চালন লাইন নির্মাণ করতে যাচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি)। কাজটির জন্য চীনের প্রতিষ্ঠান সেপকো-১ এবং বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিঃ এর সমন্বয়ে গঠিত যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানকে টার্ন-কী ঠিকাদার নিয়োগ করেছে পিজিসিবি। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর ২০২১খ্রিঃ) পিজিসিবি’র প্রধান কার্যালয়ে উভয়পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর করা হয়।

চট্টগ্রামের আনোয়ারায় ৩৮৩ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র চালু আছে। এছাড়াও বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র আনোয়ারায় নির্মাণ করা হবে। অদূর ভবিষ্যতে সেখানে বিদ্যুতের হাব তৈরির পরিকল্পনা সরকারের রয়েছে। নতুন ৪০০ কেভি লাইন তৈরি হলে উৎপাদিতব্য বিদ্যুৎ এই হাইভোল্টেজ লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সঞ্চালন করা সহজ হবে।

প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই লাইনটির মধ্যবর্তী স্থানে কর্ণফুলী নদী রয়েছে। এজন্য নদীর উভয় পাড়ে ১৮০ মিটার উচ্চতার দুটি রিভার ক্রসিং টাওয়ার নির্মাণ করতে হবে। রিভার ক্রসিং অংশসহ পুরো লাইনটির নির্মাণ কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন করবে বর্ণিত টার্ণ-কী ঠিকাদার। এই কাজে ব্যয় হবে ১৯৮.১৩ কোটি টাকা (প্রায়)। উন্নয়ন সহযোগী সংস্থা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে একাজে অর্থায়ন করছে।

অনুষ্ঠানে পিজিসিবি’র পক্ষে কোম্পানি সচিব (অতিঃ দাঃ) মোঃ জাহাঙ্গীর আজাদ এবং যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানের পক্ষে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিঃ এর পরিচালক মোহাম্মদ জুলকারনাইন চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পিজিসিবি’র নির্বাহী পরিচালক (পিএন্ডডি) মোঃ ইয়াকুব ইলাহী চৌধুরী, প্রধান প্রকৌশলী (প্রকল্প মনিটরিং) এ.কে.এম গাউছ মহীউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মুহম্মদ জসীম উদ্দিন সহ উভয়পক্ষে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।