বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপরে স্থাপিত অপটিক্যাল ফাইবার হতে এক জোড়া ডার্ক ফাইবার আগামী পাঁচ বছরের জন্য মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান ‘রবি’-কে পুনরায় লীজ দিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি)।
গত ০২ আগষ্ট ২০২১খ্রিঃ পিজিসিবি’র প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত বিষয়ে রবি এবং পিজিসিবি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, রবি এক জোড়া ডার্ক ফাইবার ব্যবহার বাবদ পিজিসিবি-কে প্রতি বছর ২১ কোটি চার লক্ষ টাকা হারে ভাড়া প্রদান করবে। এ অর্থের বিনিময়ে রবি দেশের বিভিন্ন স্থানে মোট ২,৪২২.৫৭ কিলোমিটার ডার্ক অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে পারবে।