চট্টগ্রামের ফটিকছড়িতে ১৩২/৩৩ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এ কাজের জন্য মেসার্স হিয়োসাং-এনার্জিপ্যাক যৌথ কনসোর্টিয়াম -কে টার্নকি ঠিকাদার নিয়োগ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি)। বুধবার (০৪ আগষ্ট ২০২১খ্রিঃ) পিজিসিবি’র প্রধান কার্যালয়ে উভয়পক্ষে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করা হয়।
পিজিসিবি’র পক্ষে কোম্পানি সচিব (অতিঃ দাঃ) মোঃ জাহাঙ্গীর আজাদ এবং কনসোর্টিয়ামের পক্ষে এনার্জিপ্যাক’র মহাব্যবস্থাপক (প্রকল্প) এস এম আমিনুল হক চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, আগামী ১৮ মাসের মধ্যে গ্রিড উপকেন্দ্রটি নির্মাণ করে পিজিসিবিকে হস্তান্তর করবে কনসোর্টিয়াম। এ কাজে ব্যয় হবে ৭৭ কোটি টাকা (প্রায়)। বাংলাদেশ সরকার এবং পিজিসিবি যৌথভাবে এ কাজে অর্থায়ন করছে।
চুক্তি স্বাক্ষরপর্বে পিজিসিবি’র নির্বাহী পরিচালক (ওএন্ডএম) মোঃ মাসুম আলম বকসী সহ উভয়পক্ষে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।