নিজস্ব কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পিজিসিবি সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচী আয়োজন করে থাকে। নিবিড় প্রশিক্ষণ/পরিচর্যায় তৈরিকৃত টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল পদে কর্মরতদের নিজ নিজ অবস্থান হতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় তৈরি হয় একটি সম্মিলিত শক্তি। এই শক্তিতে বলীয়ান হয়ে সারাদেশে হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালনের গুরুদায়িত্ব পালন করে চলেছে পিজিসিবি।
গত ১০-১২ অক্টোবর, ২০২০ খ্রিঃ কোম্পানির ঢাকাস্থ প্রধান কার্যালয়ে ‘টেকনিক্যাল এটেনডেন্ট’ এবং ‘পরিচ্ছন্নতা কর্মী’-দের জন্য ওরিয়েন্টেশন প্রশিক্ষণ আয়োজন করা হয়। মোট ২৪ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নিয়েছেন।